রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১১ জিলকদ ১৪৪৫

খেলা

ডাচ লিগ শিরোপা ঘরে তুললো পিএসভি

ক্রীড়া ডেস্ক মে ৬, ২০২৪, ১১:০৮:৫৭

79
  • ডাচ লিগ শিরোপা ঘরে তুললো পিএসভি

লিগ শিরোপা জিততে প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। তবে স্পার্টা রটারডামের বিপক্ষে বড় জয় পায় পিএসভি আইন্দহোভেন। আর তাতেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যায় ক্লাবটির। রোববার (৫ মে) স্পার্টা রটারডামের বিপক্ষে ৪-২ গোলে জয় পেয়েছে পিএসভি। আর এই জয়ে পাঁচ মৌসুম পর আবারও লিগ শিরোপা উঁচিয়ে ধরল ক্লাবটি।

ঘরের মাঠে রটারডামের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়া পিএসভি ঘুরে দাঁড়ায় দারুণভাবে। শুরুতে এক গোল হজমের পর দুই গোল শোধ দেয় পিএসভি। এরপর রটারডাম আরও এক গোল করে ম্যাচে সমতা ফেরায়। তবে দ্বিতীয় হাফে দুই গোল করে সফরকারীদের ম্যাচ থেকে ছিটকে ফেলে পিএসভি।

এই জয়ে দুই রাউন্ড বাকি থাকতেই লিগ শিরোপা নিশ্চিত করে পিএসভি। নেদারল্যান্ডসের শীর্ষ লিগে সবশেষ তারা চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৭-১৮ মৌসুমে। এই নিয়ে মোট ২৫ বার লিগ শিরোপা জিতল পিএসভি। ডাচ লিগে সবচেয়ে বেশি ৩৬ বার চ্যাম্পিয়ন আয়াক্স।

চলতি মৌসুমে পিটার বশের কোচিংয়ে দারুণ ধারাবাহিক পিএসভি। এখন পর্যন্ত ৩২ ম্যাচ খেলে ২৮টিতেই জয় তুলে নিয়েছে তারা। এটাই এই ডাচ কোচের প্রথম লিগ শিরোপা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন